সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম- (PMGEC Exam Result 2026) এর আওতাধীন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই লিখিত পরীক্ষা ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

বিভিন্ন পদের জন্য উত্তীর্ণ প্রার্থীদের সংখ্যা নিচে উল্লেখ করা হলো:

  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৩ জন
  • উচ্চমান সহকারী (গ্রেড-১৪): ৭৪ জন
  • ক্যাশিয়ার (গ্রেড-১৪): ০৬ জন
  • টেকনিশিয়ান (গ্রেড-১৪): ০৫ জন
  • ড্রাফটসম্যান (গ্রেড-১৫): ০৫ জন
  • পোস্টম্যান: ৭২১ জন
  • ড্রাইভার (ভারী) (গ্রেড-১৫): ০৪ জন
  • মেইল গার্ড: ২৩ জন
  • প্যাকার: ৪১ জন
  • অফিস সহায়ক: ২৯ জন
  • নিরাপত্তা প্রহরী: ০২ জন

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সর্বমোট ৯২৩ জন প্রার্থীকে পরবর্তী ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে। এই পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে https://pmgctg.bdpost.gov.bd ওয়েবসাইটে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ