বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের একটি পদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে। সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের জন্য এই পরীক্ষা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পদের নাম ও সংখ্যা: সহকারী গ্রন্থাগারিক (০১টি পদ)
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ০১ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা।
পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
জরুরি নির্দেশনা:
১. অনলাইনে ডাউনলোডকৃত প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। আলাদা কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না।
২. মৌখিক পরীক্ষার দিন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং তিন কপি সত্যায়িত রঙিন ছবি সাথে আনতে হবে।
৩. কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র বোর্ডে দাখিল করতে হবে।
৪. সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ