বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদগুলো মূলত শিক্ষক নিয়োগের জন্য (সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক):
| ক্র: নং | পদের নাম ও সংখ্যা | বেতন স্কেল ও গ্রেড | মূল শিক্ষাগত যোগ্যতা (সংক্ষিপ্ত) |
| ১ | সহযোগী অধ্যাপক (অ্যাভিয়নিক্স / অ্যাভিয়েশন অ্যান্ড স্পেস ল) - ০২টি | ৫০,০০০-৭১,২০০/- (গ্রেড-৪) | সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ও স্নাতকোত্তর। উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার। |
| ২ | সহকারী অধ্যাপক (অ্যারোস্পেস / অ্যাভিয়নিক্স / অ্যাভিয়েশন সেফটি / স্পেস সিস্টেম / স্পেস কমিউনিকেশন) - ০৬টি | ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-৬) | সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। |
| ৩ | প্রভাষক (অ্যারোস্পেস / অ্যাভিয়নিক্স / অ্যাভিয়েশন অপারেশন ম্যানেজমেন্ট / পদার্থবিজ্ঞান) - ০৭টি | ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯) | সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। বিশেষ ক্ষেত্রে পিএইচডি/এমফিল অগ্রাধিকার পাবে। |
বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলী এবং আবেদন জমা দেওয়ার নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়ার পরামর্শ দেওয়া হলো।