ইংরেজী অংশ সমাধানঃ

Select the English for each of the following:

১. কৃত্রিম- Fake

২. স্বতন্ত্র- Independent

৩. অনুদান- Gratuity

৪. পরিচয়- Identity

Find the odd word from the following:

৫. Sit

৬. Supermarket

৭. Achieve

Replaced the underlined part of each sentence:

৮. What you are saying

৯. work on time

১০. so hungry

Fill in the gap:

১১. Children are always scared—-the dark. Ans: of

১২. If you ——once, no one will believe you again. Ans: lie

১৩. During his —–, the king did a lot for the poor. Ans: reign

১৪. This is the man——bag was stolen. Ans: whose

১৫. You —work very hard to be successful. Ans: must

#Android App: Jobs Exam Alert

বাংলা অংশ সমাধানঃ

১৬.বাংলা ভাষায় পূর্ণমাত্রা সম্পন্ন বর্ণ কয়টি- উত্তরঃ  ৩২

১৭. কেতা দুরস্ত বাগধারার অর্থ কোনটি-উত্তরঃ পরিপাটি

১৮. পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি-উত্তরঃ পরি + ঈক্ষা

১৯. বচন এর সঠিক ব্যবহার হয়েছে কোন শব্দটিতে- উত্তরঃ পদাবলি

২০. নিচের কোন বানানটি শুদ্ধ-উত্তরঃ শুশ্রূষা

২১. যা বলা হবে এক কথায় প্রকাশ বলে- উত্তরঃ বক্তব্য

২২. মান শব্দের বিপরীত শব্দ কোনটি- উত্তরঃ অপমান

২৩. অনুরাগ এর বিপরীত শব্দ কোনটি-  উত্তরঃ বিরাগ

২৪. জমিদার শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি-উত্তরঃ জমিদারনি

২৫. মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি কোন গল্পের উদ্ধৃতি- উত্তরঃ ফটিক

২৬. নিচের কোন বানানটি শুদ্ধ- উত্তরঃ ব্যাকুল

২৭. গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ-উত্তরঃ নিতান্ত অলস

২৮. সঞ্চয় এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি- উত্তরঃ সম্ + চয়

২৯. ধূমকেতু শব্দটি কোন লেখক এর- উত্তরঃ কাজী নজরুল ইসলাম

৩০. পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি-  উত্তরঃ মহীধর

#Android App: Jobs Exam Alert

গণিত অংশ সমাধানঃ

৩১. A, B এর দ্বিগুণ কাজ করতে পারেন । তারা একত্রে ১৪ দিনে একটি কাজ সম্পন্ন করে। ওই কাজটি A একা কত দিনে করতে পারবেন? উত্তরঃ ২১ দিনে

৩২. এক ব্যক্তি ৪০০ টাকায় একটি ঘড়ি ক্রয় করল এবং বিক্রয় মূল্যের উপর ২০% লাভে বিক্রয় করল। ঘড়িটি বিক্রয় মূল্য কত টাকা?  উত্তরঃ  কোনটিও নয়

৩৩. টাকায় ৫ টি করে কলা কিনে টাকা আয় ৪ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হব?  উত্তরঃ ২৫%

৩৪. ৮,১২,৩৬,৭২,১৪৪ এর লসাগু কত?  উত্তরঃ ১৪৪

৩৫. কালাম যন্ত্রাংশে ৪০% , দালানে ২৫% , কাঁচামালে ১৫% এবং আসবাবপত্রের উপর ৫% টাকা খরচ করার পর তার হাতে ১৩০৫ টাকা আছে। তার কাছে কত টাকা ছিল? উত্তরঃ ৮৭০০

৩৬. যদি একটি স্কুলের ছাত্র ছাত্রীর মধ্যে ৭০% বালক হয় এবং বালিকার সংখ্যা ৫০৪ জন হয়, তাহলে মোট বালকের সংখ্যা কত? উত্তরঃ ১১৭৬

৩৭। একজন চেয়ার বিক্রেতা ১৫০টি চেয়ার বিক্রি করে ৩০ টি চেয়ারের বিক্রয় মূল্য সমান লাভ করেন। তার শতকরা লাভের পরিমাণ কত? উত্তরঃ ২৫%

৩৮. ১০৫০ টাকা P,Q ও R এর মধ্যে ভাগ করে দেওয়া হলো। P এর অংশ Q ও R একত্রে যা পায় তার ২/৫ অংশ । P কত টাকা পায়? উত্তরঃ  ৩০০

৩৯. কোন আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরের সুদে আসলে ৫০০ টাকা হলে আসল কত টাকা? উত্তরঃ ৪০০

৪০. A ,B ও C ৪৭০০০টাকা একটি ব্যবসা শুরু করলাম । A ব্যবসায়ে B থেকে ৭০০০ টাকা বেশি এবং B ,C এর থেকে ৫০০০ টাকা বেশী দিল। মোট লাভ ৯৪০০ টাকা হলে B এর লাভ কত? উত্তরঃ ৩০০০

৪১. একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন ৩০% ভোট পেয়ে ১৫০০০ ভোটে পরাজিত হয়। বিজয় প্রার্থী কত ভোট পেয়েছেন? উত্তরঃ২৬২৫০

৪২. যদি কোন ব্যক্তি স্রোতের অনুকূলে ৬ কিমি/ ঘন্টা বেগে এবং প্রতিকূলে ২ কিমি/ ঘন্টা বেগে সাঁতরাতে পারে, তবে স্থির পানিতে তার বেগ কত কিমি/ ঘন্টা হবে? উত্তরঃ৪

৪৩. অর্নি ও তার জমজ দুই বোনের বয়সের সমষ্টি ২৩। জমজ বোন দের প্রত্যেকের বয়স 6 বছর হলে অর্নির বয়স কত? উত্তরঃ ১১

৪৪. একজন ব্যক্তির প্রতি মাসে ১৪০০ টাকা সঞ্চয় করেন এবং তার মাসিক আয়ের ৮০% খরচ করেন। তার মাসিক আয় কত টাকা ? উত্তরঃ ৭০০০

৪৫. একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ। যদি মেঝে পাকা করতে প্রতি বর্গমিটার ৩ টাকা হিসেবে ৩২৪ টাকা খরচ হয় তবে মেঝের দৈর্ঘ্য কত মিটার? উত্তরঃ ৬


#Android App: Jobs Exam Alert

প্রশ্নের সমাধান ফেসবুক গ্রুপে বা পেইজে  পোস্ট করার সময় নিচের অংশে  # ট্যাগ  #Android App: Jobs Exam Alert  দিলে খুশি হব।    

যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ 

ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com

imo- 01710286369
whatsapp-01710286369

যে কোন মাধ্যমে আপনি আমাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। 

আজকের পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করেছেনঃ  Md Ashraf

পরীক্ষার প্রশ্ন নিচেঃ