ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত ০৩টি ব্যাংকে 'সিনিয়র অফিসার (আইটি)' (গ্রেড-০৯) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২২ সাল ভিত্তিক ১৩৫টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৫১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ০৪/০১/২০২৬ তারিখ হতে শুরু হয়ে ০৫, ০৬, ১১, ১২, এবং ১৩ জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ০৮:০০ টায় রিপোর্টিং সময় নির্ধারিত হয়েছে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্যাদির সমর্থনে সকল মূল প্রমাণক দলিলাদি প্রদর্শন করতে হবে এবং সেগুলোর এক সেট ফটোকপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের মোবাইল ফোন বন্ধ রাখতে হবে এবং নির্ধারিত সময়ে উপস্থিত হতে হবে। বিলম্ব গ্রহণযোগ্য হবে না। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ