বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের ১৩ থেকে ১৬তম গ্রেডের ০৮টি ক্যাটাগরির মোট ৫৮টি শূন্য পদের বিপরীতে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. টেইলার মাস্টার: ০৬ জন
২. আর্টিষ্ট ডিজাইনার: ০৩ জন
৩. ডিজাইনার: ০৫ জন
৪. টেকনিক্যাল এ্যাসিসট্যান্ট: ১৭ জন
৫. ম্যাকানিক্স: ১৭ জন
৬. আর্টিষ্ট এসিসট্যান্ট: ০১ জন
৭. বয়লার অপারেটর: ০৫ জন
৮. ইলেকট্রিশিয়ান: ০৪ জন
পরবর্তী কার্যক্রম ও প্রয়োজনীয় তথ্য:
নির্বাচিত প্রার্থীদের নিয়োগ বিধিমালা অনুযায়ী মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা এবং যথাযথ এজেন্সির মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। প্রার্থীদের বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোড করে তা পূরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
ফরম জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ১৫ জানুয়ারি ২০২৬, বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।
জমা প্রদানের স্থান: বস্ত্র অধিদপ্তরের প্রশাসন শাখা।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: