খাদ্য অধিদপ্তরের ১৭৯১টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে ৩য় পর্যায়ে একটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পরীক্ষার তারিখ ও সময়: লিখিত পরীক্ষা আগামী ০২ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: ঢাকা মহানগরীর আজিমপুর গভর্নমেন্ট স্কুল এন্ড কলেজ এবং ইডেন মহিলা কলেজ, ঢাকা।
প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য: পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণ আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।
হেল্পলাইন: প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অফিস চলাকালীন ০১৭১০৮৮২৯৫৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুততার সাথে প্রবেশপত্র সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের পরীক্ষাগুলো পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে এবং তার সময়সূচি যথাসময়ে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ