ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক আয়োজিত অফিসার-রুরাল ক্রেডিট(ও-আরসি) (Job ID-10204) পদের 20/12/2025 তারিখে ( শনিবার) অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরীক্ষার তারিখ পরবর্তীতে যথা সময়ে অবহিত করা হবে।
জরুরি ঘোষণা![]()
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক আয়োজিতব্য সিনিয়র অফিসার পদের (Job ID-10220) অদ্য 19/12/2025 তারিখের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরীক্ষার তারিখ পরবর্তীতে যথা সময়ে অবহিত করা হবে।