জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট-এর ৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ তালিকা প্রকাশ করা হয়েছে। নিয়োগ কমিটি কর্তৃক নিম্নলিখিত পদসমূহের জন্য প্রাথমিকভাবে প্রার্থীগণকে সুপারশি করা হয়েছে:
পদের নাম ও সংখ্যা:
• সহকারী পরিচালক – ০২ জন
• ইন্সট্রাক্টর (ফিশারিজ) – ০১ জন
• ইন্সট্রাক্টর (কমিউনিকেটিভ ইংলিশ ল্যাংগুয়েজ) – ০১ জন
• ইন্সট্রাক্টর (আইসিটি) – ০১ জন
• ইন্সট্রাক্টর (অটোমোবাইল) – ০১ জন
• উপসহকারী প্রকৌশলী – ০১ জন
• সহকারী হোস্টেল সুপারিনটেনডেন্ট – ০১ জন
• সহকারী লাইব্রেরিয়ান – ০১ জন
• হিসাবরক্ষক – ০১ জন
• অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ০২ জন
• অফিস সহায়ক – ০২ জন
প্রাথমিকভাবে সুপারশিপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্যগত উপযুক্ততার প্রত্যয়ন এবং পূর্ব কার্যকলাপ সম্পর্কে সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে এবং ইনস্টিটিউটের নির্বাহী কাউন্সিলের অনুমোদনক্রমে নিয়োগপত্র জারি করা হবে। এই সুপারিশ প্রার্থীর চাকরি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করবে না বা অধিকার জন্মাবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ