গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম আপীল ট্রাইব্যুনাল ও ১০টি আদালতের শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত আয়োজিত লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
যে সকল পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেগুলো হলো: প্রসেস সার্ভার, জমাদার, পরিচ্ছন্নতা কর্মী, এবং নিরাপত্তা প্রহরী।
পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী, এই পরীক্ষাটি ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ শুক্রবার, বেলা ১১:০০ ঘটিকায় খিলগাঁও মডেল কলেজ এবং খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরীক্ষার নতুন তারিখ এবং সময় পরবর্তীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক জানানো হবে। স্থগিত পরীক্ষার প্রার্থীদেরকে এসএমএস এর মাধ্যমে এই তথ্য অবহিত করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ