প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন থেকে ২০২৩ সালের প্রথম ধাপে
বাংলায় ২০ নম্বরের মধ্যে ১৭ নম্বর কমন ছিল,
গণিতে ২০ নম্বরের মধ্যে ১৮ নম্বর কমন ছিল,
এবং ইংরেজিতে ২০ নম্বরের মধ্যে ১৭ নম্বর কমন ছিল।
তবে সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান ও কম্পিউটার অংশে কমন তুলনামূলকভাবে কম ছিল—১৫ নম্বরের মধ্যে মাত্র ৪ নম্বর।
আমরা সততার সঙ্গে স্বীকার করছি যে সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও কম্পিউটার অংশে আমরা কাঙ্ক্ষিত সাফল্য পাইনি। প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হলে আমাদের পক্ষে কমন দেওয়া সম্ভব নয়।
তারপরও একটি ছোট শর্ট সাজেশন বই থেকে এর চেয়ে বেশি কমন আশা করা কি বাস্তবসম্মত?
এই বইটি সাজানো হয়েছে মূলত পরীক্ষার আগে রিভিশনের জন্য। বিশেষ করে ২০০৬ থেকে ২০২৪ সালের প্রশ্ন বিশ্লেষণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যে কীভাবে কার্যকর রিভিশন দিয়ে ভালো নম্বর তোলা যায়—সে অনুযায়ী বইটি প্রস্তুত করা হয়েছে।
সর্বশেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে প্রশ্নের প্যাটার্ন ঠিক থাকায় ভালো কমন পাওয়া গেছে। পরবর্তী ধাপগুলোতে প্যাটার্ন তুলনামূলকভাবে পরিবর্তিত হয়েছে।
এই বইটি আপনি শুধুমাত্র রিভিশনের জন্য পড়তে পারেন। এই বই পড়লেই চাকরি হবে—এমন দাবি আমরা কখনোই করি না।
শর্ট সাজেশন কেবল আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রিভিশন দিতে সহায়তা করবে এবং ভালো নম্বর তুলতে সাহায্য করবে।
বিষয়ভিত্তিক মাত্র ৫০–৬০ পৃষ্ঠার একটি বই থেকে আপনি যে পরিমাণ কমন পাবেন, সেটুকুই আপনার জন্য সহায়ক হবে। তারপরও বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রতিটি অধ্যায়ের যে বিষয়গুলো থেকে ৯৯% ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেগুলোই অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমন পাওয়া সম্পূর্ণভাবে প্রশ্নের প্যাটার্নের ওপর নির্ভরশীল—এবং সর্বোপরি মহান আল্লাহ্ তায়ালার ইচ্ছার ওপর।
২০২৩ সালের প্রথম ধাপের আমাদের সেই সময়কার বিশ্লেষণ পোস্ট এবং বইয়ের পৃষ্ঠা নম্বরসহ উল্লেখ রয়েছে—আপনি দেখে নিতে পারেন
https://studyonlinebd.com/user/jobs-circular-details/?id=16947