বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান কর্মকর্তা (৯ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পরীক্ষাটি ০৪ জানুয়ারি ২০২৬ (রবিবার) দুপুর ১২:০০টা হতে বিকাল ৪:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: শেরে বাংলা নগর সরকারী বালক উচ্চ বিদ্যালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।
বিষয়ভিত্তিক প্রার্থী সংখ্যা নিম্নরূপ:
- গণিত: ২৯৭ জন
- পরিসংখ্যান/ফলিত পরিসংখ্যান: ২৮২ জন
- অর্থনীতি: ২৪২ জন
গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:
- প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
- পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
- উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে এবং বৃত্ত পূরণ করতে হবে। কোনো প্রকার কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করলে উত্তরপত্র বাতিল হবে।
- পরীক্ষার হলে মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, বই, ব্যাগ, মানিব্যাগ, ইলেকট্রনিক ঘড়ি বা কোনো নিষিদ্ধ সামগ্রী আনা সম্পূর্ণ নিষেধ।
- দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের শ্রুতিলেখকের জন্য ২০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে (অফিস চলাকালীন) কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের পরিচালক, ইউনিট-১১ বরাবর ২ কপি রঙিন ছবি ও প্রতিবন্ধিতার স্বপক্ষে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত সনদের সত্যায়িত কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে।
- লিখিত পরীক্ষা মোট ২০০ নম্বরের (বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০, প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল-৮০) এবং সময় ৪ ঘণ্টা। প্রতিটি বিষয়ের জন্য আলাদা উত্তরপত্র ব্যবহার করতে হবে। সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সাইন্টিফিক ক্যালকুলেটর নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ