জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট-এর ৯ম থেকে ২০ তম গ্রেডভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য ০৬ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
মোট ৬০ জন প্রার্থী ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে অফিস সহায়ক পদে ১২ জন এবং অন্যান্য বিভিন্ন পদে ৪৮ জন প্রার্থী রয়েছেন।
নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হবে।
তবে, ক্রমিক নম্বর ১০-এ বর্ণিত পদের জন্য নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, সাভার, ঢাকায় গ্রহণ করা হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা একই দিনে দুপুর ০২:০০ টা থেকে গ্রহণ করা হবে।
লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার তারিখ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ