সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কতটা শক্ত—তা যাচাই করুন একটি স্মার্ট কুইজে! পুরো কুইজ আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন অধ্যায়ের বাছাইকৃত ২০টি প্রশ্নে গড়া। লক্ষ্য একটাই: ২০-এ ১৫ বা তার বেশি স্কোর করে দেখানো। আত্মবিশ্বাস, গতি আর নির্ভুলতা—সবকিছুরই পরীক্ষা হবে এখানে। এভাবেই সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে।

অধ্যায়ের নামঃ  আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কমন টার্গেটঃ ২-৩  মার্ক 

পরীক্ষা শুরু হবেঃ  ০৩-১২-২০২৫ তারিখ দুপুর ১২টা থেকে ০৫-১২-২০২৫ তারিখ দুপুর ১২টা পর্যন্ত। 

এখনই কুইজে অংশ নিতে  ক্লিক করুনঃ   Click here

অথবা https://primary.studyonlinebd.com/  


বিশ্লেষণঃ এই অধ্যায়ের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—জাতিসংঘ, বিভিন্ন সংস্থার সদর দপ্তর এবং বর্তমানে আন্তর্জাতিকভাবে আলোচিত কোনো বিষয়; সেই বিষয়গুলোর উপরই সাধারণত প্রশ্ন হয়ে থাকে।

সর্বশেষ পরীক্ষায় ৪টা প্রশ্ন কমন এসেছিলঃ

১। OIC’র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (২য় ধাপ)০২-২-২০২৪]  ঢাকা বিশ্ববিদ্যালয়খ ইউনিট ২০১৬-২০১৭]

  ক. কায়রো  খ. জেদ্দা     গ. রিয়াদ    ঘ. তেহরান   উ. খ

২। জাতিসংঘের সংস্থা IPCC এর পূর্ণরূপ কোনটি? [প্রা: শিক্ষা অধি: (৩য়) ২৯-৩-২৪]

  ক. International Public Committee for Climate Change   

 খ. International Panel on Climate Change

 গ. Intergovernmental Panel on Climate Change   

  ঘ. Intrgovernmental Panel on Climate Change         উ.গ 

৩। Probe News Agency (PNA) কোন দেশের সংবাদ সংস্থা? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (৩য় ধাপ) ২৯-৩-২০২৪] 

  ক. পাকিস্তান খ. ভারত    গ. বাংলাদেশ ঘ. শ্রীলঙ্কা    উ.খ 

৪। ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম কি? [প্রা: শি: অধি: (১ম) ০৮-১২-২৩]  

  ক. র               খ. কেজিবি  গ. আইএসআই     ঘ. মোসাদ          উ. ঘ

নতুন নিয়োগ বিধি ২০২৫ অনুযায়ী এখন নেগেটিভ মার্ক কাটা হবে ০.৫০। আর নিয়োগ পরীক্ষায়ও অনেক পরিবর্তন হবে। তাই শুধু বিগত বছরের প্রশ্ন ফলো না করে এমনভাবে পড়ুন, যেন এই অধ্যায় থেকে যেকোনো প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারেন। আমাদের প্রশ্নও সেইভাবেই হবে।  

এই পরীক্ষার প্রশ্ন গুলো সাজানো হয়েছেঃ প্রাইমারি পাসওয়ার্ড বই থেকে (পৃষ্ঠাঃ ৫৬৩-৫৭৯)- জেলা শহরের লাইব্রেরিতে বইটি পাবেন  

আমাদের ০৩-১২-২০২৫ তারিখের  চ্যালেঞ্জ:

প্রতিদিন দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত আমাদের প্ল্যাটফর্মে একটি অনলাইন কুইজ অনুষ্ঠিত হবে।

  • পূর্ণমান: ২০
  • আপনার চ্যালেঞ্জ: কমপক্ষে ১৫ মার্ক অর্জন করা।

কেন এই চ্যালেঞ্জ?
কারণ আমাদের প্রশ্নপত্রগুলো এমনভাবে সাজানো আছে, যা একটি অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ অংশকে অন্তর্ভুক্ত করে। যে এই পরীক্ষায় ১৫ মার্ক পাবে, তার প্রস্তুতি এতটাই শক্তিশালী হবে যে, মূল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সেই অধ্যায় থেকে আসা যেকোনো প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবেন। এটিই আপনার নিয়োগ পরীক্ষায় পাশ করার (টিকতে) নিশ্চয়তা দেবে। 

সম্পূর্ণ ফ্রি—শুধুমাত্র নাম ও মোবাইল নম্বর দিয়ে কুইজে অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষামূলকভাবে আজ থেকে কুইজ চ্যালেঞ্জটি শুরু হয়েছে। খুব দ্রুতই এটি বিস্তার লাভ করবে এবং পুরস্কারের ব্যবস্থা করা হবে।

বন্ধুকেও চ্যালেঞ্জ করুন—দেখা যাক, ১৫/২০ কে আগে পায়!