সিভিল সার্জনের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক “স্বাস্থ্য সহকারী” পদে নিয়োগ পত্র প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ছাড়পত্রের প্রেক্ষিতে এবং পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি (স্মারক নং- সিএসবি/শা-১/২০২৪/৩৩৫৭, তারিখ- ১২/০৫/২০২৪ এবং পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি সিএসবি/শা-১/২০২৫/৯৯০, তারিখ-১০/০৩/২০২৫) অনুযায়ী আবেদনকারীদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে অপেক্ষমাণ তালিকা থেকে এই অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নিম্নলিখিত শর্তসমূহ অনুসরণ করতে হবে:
- নিজ দায়িত্বে দেশের যেকোনো সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত বেসরকারি হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার থেকে HIV, HCV, HBsAg, VDRL, Urine R/M/E, Blood R/E, Chest X-Ray, Blood Grouping & Rh Type এবং ডোপ টেস্ট (অবশ্যই সরকারি প্রতিষ্ঠান থেকে টেস্ট করাতে হবে) এর রিপোর্টসহ ০৭/১২/২০২৫ থেকে ১১/১২/২০২৫ তারিখের মধ্যে সিভিল সার্জনের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া থেকে শারীরিক যোগ্যতার সনদপত্র গ্রহণ করতে হবে এবং যোগদানের সময় দাখিল করতে হবে।
- নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ১৭/১২/২০২৫ তারিখে স্ব স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। ব্যর্থতায় নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
- যোগদানের সময় সকল সনদপত্রের মূলকপি এবং সত্যায়িত ০১ (এক) সেট ফটোকপি দাখিল করতে হবে এবং একটি মুচলেকা প্রদান করতে হবে।
- এই নিয়োগ সাময়িক বলে বিবেচিত হবে এবং পুলিশি তদন্ত প্রতিবেদন সন্তোষজনক না হলে নিয়োগ বাতিল হতে পারে।
- যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছর পর্যন্ত শিক্ষানবিশ হিসাবে চাকুরীকাল গণ্য করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ