খাদ্য অধিদপ্তরের ২৫ (পঁচিশ) ক্যাটাগরির ১৭৯১টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে ৫ম পর্যায়ে সহকারী উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৫) পদে নিয়োগের বাছাই পরীক্ষা গ্রহণের তারিখ ও সময়সূচী ঘোষণা করা হয়েছে।
এই পরীক্ষা আগামী ২৯/১১/২০২৫ খ্রি. তারিখে সকাল ১০.০০ ঘটিকা হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত ১৮টি জেলায় অনুষ্ঠিত হবে।
আবেদনকারী প্রার্থীগণ ২২/১১/২০২৫ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।
প্রার্থীগণকে অবশ্যই প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত যেকোনো জটিলতার জন্য হটলাইন ০১৭১০৮৮২৯৫৬ (অফিস চলাকালীন) নম্বরে যোগাযোগ করা যাবে।
নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের পরীক্ষা পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে এবং এর সময়সূচি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ