জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, জারিকারক ও অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষা ২৪, ২৫ ও ২৬ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হবে। বিভিন্ন পদের জন্য পরীক্ষা সকাল ১০:০০ টা, দুপুর ১২:০০ টা এবং বিকাল ০৩:০০ টা থেকে শুরু হবে।
পরীক্ষার স্থান: জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, প্রধান কার্যালয়, ১৪৫ (৮ম তলা), নিউ বেইলী রোড, ঢাকা-১০০০।
পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে সরবরাহকৃত আবেদনপত্র এবং প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে।
এছাড়াও, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র, কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) এবং আবেদনপত্রে উল্লিখিত কাগজপত্রের মূল কপি ও সত্যায়িত কপি দাখিল করতে হবে। কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নাম ও পদবীযুক্ত সীল থাকতে হবে।
নির্ধারিত তারিখে কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে তাকে অকৃতকার্য হিসাবে গণ্য করা হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ