বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের ৬ষ্ঠ গ্রেডভুক্ত চিফ ইন্সট্রাক্টর (টেক/নন-টেক) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
নিম্নোক্ত পদগুলোর জন্য মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে:
মৌখিক পরীক্ষা ২৪, ২৫ এবং ২৬ নভেম্বর ২০২৫ তারিখে সকাল ১০:০০ মিনিট থেকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনকালে ডাউনলোডকৃত প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও এর সত্যায়িত অনুলিপি, বয়সের প্রমাণপত্র (এস.এস.সি/সমমানের মূল/সাময়িক সনদ), জাতীয় পরিচয়পত্র, ০৩ (তিন) কপি সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে। সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত ছাড়পত্রের মূল কপি দাখিল করা আবশ্যক। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ