সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

সরাসরি সাক্ষাৎকারে অ্যারিস্টোফার্মা- তে চাকরির সুবর্ণ সুযোগ

পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার

যোগ্যতা:

  • যেকোনো বিষয়ে মাস্টার্স/স্নাতক ডিগ্রী (তবে এসএসসি/এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকা അഭികাম্য)।
  • পুরুষ (বয়স অনূর্ধ্ব ৩২ বছর)।
  • उत्कृष्ट যোগাযোগ দক্ষতা।
  • কর্মঠ, নিবেদিত এবং স্ব-প্রণোদিত।
  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে ইচ্ছুক।

প্রধান দায়িত্ব:

  • চিকিৎসক ভিজিট করে প্রেসক্রিপশন অর্জনে কাজ করা।
  • ঔষধের দোকান থেকে অর্ডার সংগ্রহ এবং বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা।

সুবিধাসমূহ:

  • শিল্পের সর্বোচ্চ বেতন এবং অতিরিক্ত টিএ/ডিএ।
  • বছরে ৪টি বোনাস।
  • কৃতিত্বের ভিত্তিতে বিদেশ ভ্রমণ ও অতিরিক্ত ইনসেনটিভ।
  • কর্মচারী সহায়তা তহবিল এবং গ্রুপ জীবন বীমা।
  • বিবাহ ভাতা, সন্তান জন্ম ও স্কুলে ভর্তি ভাতা।
  • স্মার্টফোন, মোটরসাইকেল, ছুটি নগদায়ন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশে অংশগ্রহণ তহবিলসহ আরও অনেক কিছু।

আগ্রহী প্রার্থীদের উল্লিখিত ঠিকানা, তারিখ ও সময় অনুযায়ী আমাদের যেকোনো অফিসে ওয়াক-ইন ইন্টারভিউ-এর জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। সাক্ষাৎকারের সময় একটি হালনাগাদ সিভি, দুটি সাম্প্রতিক পাসপোর্ট-সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের মূল ও ফটোকপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল ও ফটোকপি সাথে আনতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: প্রাথমিক সাক্ষাৎকারে নির্বাচিত প্রার্থীদের ১৯ নভেম্বর ২০২৫ থেকে শুরু হতে যাওয়া একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করা বাধ্যতামূলক।

সাক্ষাৎকারের সময়সূচী

শুধুমাত্র ঢাকা কেন্দ্রের জন্য
তারিখ: ১৬, ১৭ ও ১৮ নভেম্বর, ২০২৫ (সকাল ৯টা থেকে বিকাল ৪টা)
ঠিকানা: কর্পোরেট অফিস, অ্যারিস্টো টাওয়ার, ২৩৯, বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁও-গুলশান লিংক রোড, ঢাকা-১২০৮।

অন্যান্য সকল কেন্দ্রের জন্য
তারিখ: ১৬ নভেম্বর, ২০২৫ (সকাল ৯টা থেকে বিকাল ৪টা)

কেন্দ্রঠিকানা
ময়মনসিংহমাতৃছায়া, দিঘারকান্দা (কাদুর মোড়), অমৃতলা (শিকারীকান্দা), ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
যশোরবাড়ি # ১৩২, ঘোপ (সরকারি কবরস্থানের পশ্চিম পাশে), যশোর।
বগুড়াআলহাজ্ব আতাউর রহমান খান, নিচ তলা, হোল্ডিং # ১৪৫৭-০০, চৌধুরী লেন, খন্দকার, থানথানিয়া, থানা: সদর, বগুড়া।
রংপুরবাড়ি # ১৬১ (নতুন), ইসলামবাগ, আর. কে. রোড, রংপুর।