রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)-এর সহকারী ব্যবস্থাপক/সহকারী প্রকৌশলী (গ্রেড-৯) এবং উপসহকারী প্রকৌশলী/সহকারী কর্মকর্তা (গ্রেড-১০) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে মোট ২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের অনুকূলে ১৩ নভেম্বর ২০২৫ তারিখে নিয়োগপত্র জারি করা হয়েছে। এই নিয়োগপত্র সরকারি রেজিস্টার্ড ডাকযোগে প্রার্থীদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় পাঠানো হয়েছে। এছাড়া প্রার্থীদের মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমেও অবহিত করা হয়েছে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ২৩ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার মহাব্যবস্থাপক (প্রশাসন), রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড, প্রধান কার্যালয়, প্লট-২৭, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯ ঠিকানায় যোগদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
কোনো প্রার্থী নিজ ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে নিয়োগপত্র না পেলে, তিনি নির্ধারিত তারিখে সরাসরি কোম্পানির প্রশাসন বিভাগ থেকে নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ