পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এর সাংগঠনিক কাঠোমোডভূক্ত ৩য় ও ৪র্থ শ্রেণির বিভিন্ন পদে ০৭/১১/২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা নিচে উল্লেখ করা হলো:
- ফটোগ্রাফার: ৬ জন
- গাড়ীচালক: ১৩ জন
- ট্রাক্টর ড্রাইভার: ৪ জন
- ক্যাফেটেরিয়া এ্যাটেনডেন্ট: ৫ জন
- হোস্টেল এ্যাটেনডেন্ট: ২৭ জন
- মালী: ১২ জন
- ক্যাটল কিপার: ৪ জন
- পোস্ট্রি রিয়ারার: ৬ জন
- ইলেকট্রেশিয়ান: ৬ জন
- পশুপালন সহকারী: ৬ জন
- পোল্ট্রী এ্যাসিসটেন্ট: ৬ জন
- উদ্যান সহকারী: ১ জন
- রিসার্চ ইনভেস্টিগেটর: ১৮ জন
- হোস্টেল সহকারী: ৬ জন
- ক্যাফেটেরিয়া সহকারী: ৬ জন
- রিসিপ্ট এন্ড ডেচপাচ ক্লার্ক: ৬ জন
- কার্পেন্টার: ১ জন
- নিরাপত্তা প্রহরী: ২৪ জন
- ডিস ওয়াসার কাম-ক্লিনার: ৩ জন
- বাবুচী সহকারী: ৭ জন
- ক্লাসরুম এ্যাটেনডেন্ট: ৬ জন
- চৌকিদার কাম-কুক: এই পদে কোন প্রার্থী উত্তীর্ণ হননি।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী:
- ১নং হতে ৮নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য (ফটোগ্রাফার, গাড়ীচালক, ট্রাক্টর ড্রাইভার, ক্যাফেটেরিয়া এ্যাটেনডেন্ট, হোস্টেল এ্যাটেনডেন্ট, মালী, ক্যাটল কিপার, পোস্ট্রি রিয়ারার): ব্যবহারিক পরীক্ষা আগামী ০৮/১১/২০২৫ খ্রি. তারিখ বেলা ১১:০০ ঘটিকায় পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া 'য় অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
- ৯নং হতে ২১নং পর্যন্ত উল্লিখিত পদের জন্য (ইলেকট্রেশিয়ান, পশুপালন সহকারী, পোল্ট্রী এ্যাসিসটেন্ট, উদ্যান সহকারী, রিসার্চ ইনভেস্টিগেটর, হোস্টেল সহকারী, ক্যাফেটেরিয়া সহকারী, রিসিপ্ট এন্ড ডেচপাচ ক্লার্ক, কার্পেন্টার, নিরাপত্তা প্রহরী, ডিস ওয়াসার কাম-ক্লিনার, বাবুচী সহকারী, ক্লাসরুম এ্যাটেনডেন্ট): শুধুমাত্র মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে একাডেমীর ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ