জেলাপ্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ ও সার্কিট হাউজ, ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
নিম্নোক্ত পদসমূহের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে:
লিখিত পরীক্ষা ৮ নভেম্বর ২০২৫, শনিবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা দুটি ধাপে বিভক্ত:
লিখিত পরীক্ষার কেন্দ্র হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এই পরীক্ষায় সর্বমোট ২৫৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য ব্যবহারিক পরীক্ষা ৯ নভেম্বর ২০২৫, রবিবার দুপুর ১.০০টায় অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার স্থান হলো যুব উন্নয়ন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার আওতাধীন “দি লারনিং এন্ড আর্নিং প্রজেক্ট' কম্পিউটার ল্যাব, ৪৩৭/১, শ্যামল বাড়ী মোড়, ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া।
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা দ্রুততম সময়ে কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ফলাফল কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম বিভাগ এবং জেলাপ্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ