মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টোর কিপার পদের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
পদের নামঃ স্টোর কিপার
পরীক্ষার তারিখঃ ০১-১১-২০২৫ তারিখ
জব'স পাসওয়ার্ড (All In One) বই থেকে কমন ছিলঃ ৮০% প্রায়
মোট ৬৪০ পৃষ্ঠার একটি বই থেকে , যা অন্য প্রকাশনীর প্রায় ৫০০০+ পৃষ্ঠার বইয়ের বিপরীতে ।
১. সাধিত ধাতুর উদাহরণ কোনটি?
ক. কর্
খ. দে
গ. করা
ঘ. খা
উ. গ
২. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার
খ. যতি
গ. ফলা
ঘ. বিরাম
উ. গ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৭]
৩. 'যদ্যপি' শব্দের চলিত রূপ কী?
ক. যদিও
খ. তথাপি
গ. যদি
ঘ. তথাপিও
উ. ক
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩]
৪. 'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
ক. সাম্যবাদী
খ. বিষের বাঁশী
গ. নতুন চাঁদ
ঘ. সিন্ধু হিন্দোল
উ. ঘ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১২৬]
৫. Consul এর বাংলা পরিভাষা কোনটি?
ক. পরামর্শক
খ. বাণিজ্যদূত
গ. উপদেষ্টা
ঘ. সুপারিশকারী
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৯৬]
৬. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
ক. পদ্মগোখরা
খ. পদ্মপুরাগ
গ. পদ্মাবতী
ঘ. পদ্মরাগ
উ. ক
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৫৬]
৭. 'গৌরব' শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
ক. গৌর+অব
খ. গুরু+অব
গ. গুরু+ঞ্চ
ঘ. গুরু+ষ্ণ
উ. ঘ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৫]
৮. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. নিখুঁত
খ. আনমনা
গ. অবহেলা
ঘ. নিমরাজী
উ. ঘ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৩]
৯. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
ক. নাটক
খ. ছোটগল্প
গ. প্রবন্ধ
ঘ. গীতিকবিতা
উ. ঘ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৫০]
১০. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
ক. ভূবন
খ. শূণ্য
গ. ত্রিভুজ
ঘ. পূন্য
উ. গ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১০৩]
১১. 'বন্য' শব্দের চলিত রূপ কোনটি?
ক. বুন
খ. বুনো
গ. বন
ঘ. বুন
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩]
১২. চর্যাপদ ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন?
ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. বিধুশেখর শাস্ত্রী
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. প্রবোধকুমার বাগচী
উ. ক
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১১১]
১৩. 'খনার বচন' এর মূলভাব কী?
ক. শুদ্ধ জীবনযাপন রীতি
খ. সামাজিক মঙ্গলবোধ
গ. রাষ্ট্র পরিচালনার নীতি
ঘ. লৌকিক প্রণয়সঙ্গীত
উ. ক
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১১৪]
১৪. 'ক্রীতদাসের হাসি' একটি-
ক. রচনাসমগ্র
খ. উপন্যাস
গ. কাব্যগ্রন্থ
ঘ. নাটক
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৪০]
১৫. চন্দ্রাবতী কে ছিলেন?
ক. প্রথম বাঙালি নারী ঔপন্যাসিক
খ. প্রথম বাঙালি নারী প্রশাসক
গ. বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি
ঘ. বাংলা সাহিত্যের প্রথম নারী নাট্যকার
উ. গ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৫০]
১৬. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. প্রমান
খ. ব্যাবহারিক
গ. সৌজন্যতা
ঘ. উৎকৃষ্টতা
উ. খ
১৭. নিচের কোনটি সন্ধিবদ্ধ শব্দ?
ক. আক্ষরিক
খ. আগমন
গ. পৃথগন্ন
ঘ. যাদব
উ. গ
১৮. নিচের কোনটি ঘোষ, মহাপ্রাণ, তালব্য বর্ণ?
ক. ঘ
খ. ধ
গ. ভ
ঘ. ড
উ. সঠিক উত্তর নেই
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৫০]
১৯. Tenancy শব্দের বাংলা পরিভাষা-
ক. তাবু টানানো
খ. বাড়ির মালিক
গ. স্বাধীনতা
ঘ. প্রজাস্বত্ব
উ. ঘ
২০. 'বিজুরি' শব্দের প্রতিশব্দ কী?
ক. চপলা
খ. মেঘ
গ. গগন
ঘ. ছায়া
উ. ক
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৭৮]
২১. Which one is the correct spelling?
ক. Theoretically
খ. Theotically
গ. Theoreticaly
ঘ. Theoratically
উ. ক
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৫৫]
২২. Which of the following is in the correct plural form of the word?
ক. Phenomenons
খ. Phenomenon
গ. Phenomena
ঘ. Phenomenas
উ. গ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৮৭ এর রুল ৮]
২৩. What is the meaning of the word "Expunge"?
ক. to add
খ. to delete
গ. to improve
ঘ. to include
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫২৫]
২৪. To introduce a list of objects we use-
ক. comma
খ. hyphen
গ. semicolon
ঘ. colon
উ. ঘ
২৫. Which one is an example of a positive degree?
ক. less
খ. more
গ. little
ঘ. worse
উ. গ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৪০ এর রুল ২০]
২৬. Tell me ... that
ক. whom told you
খ. that told you
গ. told you
ঘ. who told you
উ. ঘ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪২৬]
২৭. "Get off" meaning-
ক. নেমে যাওয়া
খ. মাঝে মাঝে
গ. উন্নত হওয়া
ঘ. দূরে যাওয়া
উ. ক
২৮. Which part of speech is “book”?
ক. Noun
খ. Verb
গ. Adjective
ঘ. Both noun and verb
উ. ঘ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪২০]
২৯. The antonym of "Polite"-
ক. Civil
খ. Rude
গ. Confuse
ঘ. Courteous
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৪০]
৩০. "Once in a blue moon" means-
ক. Occasionally
খ. Very rarely
গ. Suddenly
ঘ. Often
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৪৫]
৩১. A fantasy is-
ক. An imaginary story
খ. A funny film
গ. A history record
ঘ. A real-life event
উ. ক
৩২. Boot leg means to-
ক. distribute
খ. export
গ. import
ঘ. smuggle
উ. ঘ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫২৩]
৩৩. Prices for bicycle can run ... tk 20,000.
ক. as high as
খ. so high as
গ. as high to
ঘ. as high for
উ. ক
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৩৮ এর রুল ২]
৩৪. Green eye means-
ক. Trust
খ. Green coloured eyes
গ. Jealousy
ঘ. Faith
উ. গ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৫০]
৩৫. Paradise lost is-
ক. a satire
খ. a tragedy
গ. a ballad
ঘ. an epic
উ. ঘ
৩৬. Past form of "Stride"
ক. Strided
খ. Strode
গ. Striden
ঘ. Strude
উ. খ
৩৭. Which one is feminine gender
ক. Peer
খ. Parent
গ. Boar
ঘ. Spinster
উ. ঘ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৬২]
৩৮. ... going to office, I met an accident.
ক. While
খ. on
গ. Behind
ঘ. When
উ. ক
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৫২ এর রুল ১৮]
৩৯. Today he is in high spirits, here high spirits means-
ক. Gloomy
খ. Joyful
গ. Grieved
ঘ. Hopeful
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৪৯]
৪০. Like her brother she is also ... heiress to the property.
ক. the
খ. a
গ. an
ঘ. none of these
উ. গ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৯১ এর রুল ১]
৪১. তিন অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
ক. ৯৯৮
খ. ৯৮৮
গ. ৮৯৯
ঘ. ৮৮৮
উ. গ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৬২ এর টাইপ ৫]
৪২. x + y - 1 = 0, x - y + 1 = 0 এবং y + 3 = 0 সরলরেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি-
ক. সমবাহু
খ. বিষমবাহু
গ. সমকোণী
ঘ. সমদ্বিবাহু
উ. (উত্তর দেওয়া নেই)
৪৩. x/y এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2y/x হবে?
ক. (2y² - x²)/xy
খ. (x² - 2y²)/xy
গ. (x² - 2y²)/xy
ঘ. (x² - y²)/xy
উ. ক
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৩৪]
৪৪. 2x² + x - 15 এর উৎপাদক কোনটি?
ক. (x - 3)(2x + 5)
খ. (x + 3)(2x - 5)
গ. (x - 3)(2x - 5)
ঘ. (x + 3)(2x + 5)
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৩৬ এর টাইপ ২]
৪৫. ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-
ক. ১৬ সে.মি.
খ. ১২ সে.মি.
গ. ২৪ সে.মি.
ঘ. ১৮ সে.মি.
উ. গ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৬৮]
৪৬. ঘড়িতে যখন ৭ টাকা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
ক. ৯০°
খ. ১৩৫°
গ. ১৫০°
ঘ. ৮৫°
উ. গ
৪৭. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৩। তাদের বর্তমান বয়স কত?
ক. ১৫, ১০
খ. ৩৫, ১০
গ. ৩৫, ৭
ঘ. ২৫, ১০
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২২৪ এর টাইপ ২]
৪৮. দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৬ এবং তাদের বর্গের পার্থক্য ১০৮, সংখ্যা দুইটির যোগফল কত?
ক. ৬
খ. ১৮
গ. ১২
ঘ. ৮
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৬৪]
৪৯. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?
ক. ২৪০ লিটার
খ. ২৪০০ লিটার
গ. ২৪,০০০ লিটার
ঘ. ২,৪০,০০০ লিটার
উ. গ
৫০. উৎপাদকে বিশ্লেষণ করুন: x² + x - 6
ক. (x + 3)(x - 2)
খ. (x + 6)(x - 1)
গ. (x - 3)(x + 2)
ঘ. (x - 6)(x + 1)
উ. ক
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৩৬ এর টাইপ ২]
৫১. ১ বর্গমাইল = ?
ক. ১৮৩৫ বিঘা
খ. ১৯৩৬ বিঘা
গ. ২০৩৬ বিঘা
ঘ. ১৭৩৬ বিঘা
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৭২]
৫২. ১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
ক. ২৯
খ. ৩৫
গ. ৪৯
ঘ. ৩৯
উ. ঘ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২১১ এর টাইপ ২]
৫৩. অমূলদ সংখ্যা কোনটি?
ক. √49
খ. √7
গ. √(8/18)
ঘ. 0.5
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৬১ এর টাইপ ২]
৫৪. তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ২১৯। শেষ সংখ্যাটি কত?
ক. ৭৪
খ. ৭৯
গ. ৭৩
ঘ. ৭৫
উ. ঘ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৬৩ এর টাইপ ৬]
৫৫. a² - 2a + 1 = 0 হলে a⁸ - 1/a⁸ এর মান কত?
ক. 2
খ. 4
গ. 6
ঘ. 0
উ. ঘ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২২৯ এর টাইপ ২]
৫৬. কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়, মুনাফা আসলের ৩/৮ অংশ হলে মুনাফার হার কত?
ক. ১২.৫০%
খ. ১৫%
গ. ১১.৫০%
ঘ. ১৩.৫০%
উ. ক
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২০৮ এর অন্যান্য]
৫৭. ১২ + ২৪ + ৪৮ + ...... + ৭৬৮ ধারাটির সমষ্টি কত?
ক. ১৭২৪
খ. ১৭২২
গ. ১৫২৪
ঘ. ১৬২৪
উ. গ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৪৪ এর টাইপ ৩]
৫৮. (a - 3)(b + 3) < 0 হলে নিচের কোনটি সত্য?
ক. a > 3, b < - 3
খ. a > 3, b > -3
গ. a < 3, b < - 3
ঘ. a = 3, b = -3
উ. ক
৫৯. নিচের কোনটি মূলদ সংখ্যা?
ক. ³√২৪৩
খ. ³√৩৪৩
গ. ³√৩৯২
ঘ. ³√৬৭৬
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৬১ এর টাইপ ২]
৬০. a + b + c = 15 এবং a² + b² + c² হলে ab + bc + ca এর মান কত?
ক. 61
খ. 71
গ. 103
ঘ. 93
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২২৭ এর টাইপ ১]
৬১. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উ. গ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৫৯]
৬২. “পূর্বাশা” দ্বীপের অপর নাম-
ক. নিঝুম দ্বীপ
খ. সেন্টমার্টিন দ্বীপ
গ. দক্ষিণ তালপট্টি দ্বীপ
ঘ. কুতুবদিয়া দ্বীপ
উ. গ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৮২]
৬৩. আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
ক. ইরাক
খ. আলজেরিয়া
গ. সৌদি আরব
ঘ. জর্ডান
উ. ক
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩১৬]
৬৪. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
ক. ফ্লোরিডা
খ. পক
গ. জিব্রাল্টার
ঘ. বেরিং
উ. ঘ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪০৩]
৬৫. জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অংকিত শিল্পকর্মের নাম-
ক. উন্নত মমশির
খ. অকুতোভয়
গ. বিদ্রোহী
ঘ. দুরন্ত
উ. ক
৬৬. প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?
ক. প্যারিস চুক্তি
খ. ভার্সাই চুক্তি
গ. জেনেভা চুক্তি
ঘ. রোম চুক্তি
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪১১]
৬৭. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
ক. টোকিও
খ. নিউয়র্ক
গ. রোম
ঘ. কোপেনহেগেন
উ. ক
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৯১]
৬৮. দারফুর হলো ... একটি শহরের নাম।
ক. সুদানের
খ. উগান্ডার
গ. লেসোথোর
ঘ. ঘানার
উ. ক
৬৯. বাংলাদেশ স্কয়ার অবস্থিত?
ক. কেনিয়া
খ. সুদান
গ. সাইবেরিয়া
ঘ. লাইবেরিয়া
উ. ঘ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৬৬]
৭০. সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়?
ক. ১০১
খ. ১০২
গ. ১০৩
ঘ. ১০৪
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩২১]
৭১. বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় কত সালে?
ক. ১৯৭২
খ. ১৯৭৪
গ. ১৯৭৮
ঘ. ১৯৮২
উ. ক
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৬৩]
৭২. উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কোলকাতায়
খ. মানিকগঞ্জ
গ. মুন্সিগঞ্জ
ঘ. নাটোরে
উ. খ
৭৩. কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?
ক. কার্তিক-ফাল্গুন
খ. চৈত্র-বৈশাখ
গ. ভাদ্র-অগ্রহায়ণ
ঘ. শ্রাবণ-আশ্বিন
উ. ক
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩২৯]
৭৪. যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন- এটি কার উক্তি?
ক. সালজার
খ. ফ্রঙ্কো
গ. হিটলার
ঘ. মুসোলিনি
উ. গ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৮১]
৭৫. ইউনিডো (UNIDO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. টোকিও
খ. ব্রাসেলস
গ. নিউইয়র্ক
ঘ. ভিয়েনা
উ. ঘ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪০০]
৭৬. কোন ধাতু সর্বপেক্ষা হালকা?
ক. টাইটেনিয়াম
খ. লিথিয়াম
গ. দস্তা
ঘ. নিকেল
উ. খ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৯৪]
৭৭. জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন "COP" এর পূর্ণরূপ কী?
ক. Conference of Parties
খ. Commitment of Parties
গ. Comments of Parties
ঘ. None of these
উ. ক
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৮৮]
৭৮. ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের GDP প্রবৃদ্ধির হার কত?
ক. ৬.১০%
খ. ৫.০০%
গ. ৩.৯৭%
ঘ. ৪.৯০%
সঠিক উত্তর: ৩.৬৯
৭৯. জুলাই গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ হলেন-
ক. আব্দুল আহাদ
খ. শহীদ মুগ্ধ
গ. আবু সাইদ
ঘ. আবু কাহার
উ. ক
৮০. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. চীন
ঘ. জার্মানি
উ. গ
[সূত্রঃ জবস পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৪২]