প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর “সিস্টেম এনালিস্ট” (৫ম গ্রেড) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সাময়িকভাবে যোগ্য ২৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা-তে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার তারিখ ও সময়:
- তারিখ: ১৬ নভেম্বর ২০২৫ (রবিবার)
- সময়: সকাল ১০.০০ মিনিট
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কমিশন ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্রের মূল ও সত্যায়িত কপি সাথে আনতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে হবে:
- প্রবেশপত্রের কপি
- বয়স প্রমাণের জন্য এস.এস.সি/সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি (বয়স প্রমাণের এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
- শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূল ও সত্যায়িত কপি
- অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি (যদি প্রযোজ্য হয়)
- ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি
- জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি
- অন্যান্য প্রযোজ্য সনদের (যেমন: মুক্তিযোদ্ধা সনদ, প্রতিবন্ধী সনদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদ) সত্যায়িত কপি
- সরকারি/স্বায়ত্তশাসিত/আধাস্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত ছাড়পত্রের সত্যায়িত কপি
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত: আধা ঘন্টা পূর্বে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে।
- কমিশন চত্বরে (ক্যান্টিনসহ) মোবাইল ফোনসহ কোনো প্রকার যোগাযোগ যন্ত্র প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
- প্রার্থীদের সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণপূর্বক সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরিধান করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
উল্লেখ্য, প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়া বা অভিজ্ঞতার শর্ত পূরণ না হওয়াসহ বিভিন্ন কারণে কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ