মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক স্টোর কিপার (গ্রেড-১৪), ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬) এবং অফিস সহায়ক (গ্রেড-২০) পদের শূন্য পদে কর্মচারী নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি (MCQ) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পরীক্ষা আগামী ১ নভেম্বর, ২০২৫ খ্রি. (শনিবার) তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০:০০টা হতে ১১:০০ মিনিট পর্যন্ত।
এই পরীক্ষা ঢাকা মহানগরীর ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান/কেন্দ্রে গ্রহণ করা হবে।
পরীক্ষার্থীদেরকে প্রবেশপত্রসহ (রঙিন কপি) নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। পরীক্ষার হলে মোবাইল ফোন, হাত ঘড়ি (ডিজিটাল/এনালগ), ক্যালকুলেটর, হেডফোনসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ