সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE) কর্তৃক আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর অধীনে পরিচালিত একটি প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক "Contractual Project Personnel" নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

এই ফলাফলের ভিত্তিতে নিম্নোক্ত পদসমূহে মোট ৬ (ছয়) জন প্রার্থীকে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে:

  • Social Compliance Personnel (Social C P): ২ জন
  • OSH Compliance Personnel (OSH C P): ২ জন
  • Electrical Safety Compliance Personnel (Electrical S C P): ২ জন

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে নিয়োগপত্র জারি করা হবে। নিয়োগপত্র ইমেইল, এসএমএস এবং ডাকযোগে প্রেরণ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ