জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১১ ক্যাটাগরির বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ২৫/১০/২০২৫ খ্রি: তারিখে অনুষ্ঠিত নৈর্ব্যক্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফলে যেসব পদের প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন, সেগুলোর মধ্যে রয়েছে: ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর (২৯ জন), অডিটর (৭ জন), ড্রাফটসম্যান (১৫ জন), অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর (১১৫ জন), হিসাব সহকারী (৩৩ জন), ভার্টিকেল ট্রান্সপোর্ট এটেনডেন্ট (ভিটিএ) (১০ জন), জুনিয়র অডিটর (১১ জন), ড্রাইভার (১৫ জন), চেইনম্যান (শিকল বাহক) (৫ জন), এম.এল.এস.এস (৭৩ জন) এবং গার্ড (৯৭ জন)।
নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইটে (ছা .11118.00.120) এবং ০143 এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ