নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের কর্মচারী নিয়োগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলের ভিত্তিতে নিম্নোক্ত পদসমূহে মৌখিক পরীক্ষার জন্য মোট ৯৫৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন:
২১-২৪ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীদেরকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। প্রার্থীকে কোনক্রমেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না যদি সে নির্ধারিত সময়ে উপস্থিত না হয়। মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষার স্থানে উপস্থিত হতে হবে।
মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশিক্ষণ সনদ (যদি থাকে), কোটা প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের মূলকপি প্রদর্শন করতে হবে। একইসাথে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
মৌখিক পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার তথ্য ও ফলাফল নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ