সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

রেলপথ মন্ত্রণালয়ের সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের নিয়োগ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। ২০/০৮/২০২৫ তারিখে অনুষ্ঠিত সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২২/১০/২০২৫ (বুধবার) দুপুর ০২:০০ টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি রেলভবন, ১৬, আব্দুল গণি রোড, ঢাকা এর কক্ষ নং-৯৩০ এ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে উল্লেখিত স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদ, নিজ জেলার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের মূল সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি এবং আবেদনের মূল কপি (যদি থাকে) সঙ্গে আনতে হবে। কোটার প্রার্থীদেরকে তাদের কোটার স্বপক্ষে প্রয়োজনীয় দালিলিক প্রমাণাদি প্রদর্শন করতে হবে। এছাড়াও, উল্লেখিত সকল সনদের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।

নিয়োগের চূড়ান্ত ফলাফল রেলপথ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ