বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক ৪৮তম বিশেষ বিসিএস এর সহকারী সার্জন পদের ফলাফল প্রকাশ করা হয়েছে। পূর্বে মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশে সংরক্ষিত ৩৮০টি পদের ফলাফল সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কর্তৃক রায় বাতিলের প্রেক্ষিতে আজ ১৫ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত হলো।
এছাড়াও, বিগত ২৯/০৯/২০২৫ তারিখে প্রকাশিত ফলাফলের অনুবৃত্তিক্রমে, কাগজপত্র ঘাটতির কারণে দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং তাদের স্থলে দুজন নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
নিম্নবর্ণিত ৩২ জন প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে। স্থগিতকৃত প্রার্থীদের পরবর্তীতে কমিশন কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট সনদ/তথ্য/ডকুমেন্টস উপস্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হবে।
মনোনীত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের পূর্বে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অন্যান্য ডকুমেন্ট যাচাই করা হবে। কোনো প্রার্থীর আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য, তথ্য গোপন বা জাল সার্টিফিকেট জমা দেওয়ার প্রমাণ পাওয়া গেলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ