কারা অধিদপ্তর কর্তৃক কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মোট ৮১ জন প্রার্থীকে সাময়িকভাবে নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হয়েছে।
সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের পূর্বে তাদের সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্র যাচাই করা হবে। যোগ্যতার ঘাটতি, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ, অসত্য তথ্য প্রদান বা উল্লেখযোগ্য ভুল ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীর সাময়িক নির্বাচন বাতিল বলে গণ্য হবে এবং ক্ষেত্রবিশেষে ফৌজদারী আইনে সোপর্দ করা হতে পারে।
চাকুরীতে নিয়োগের পর অযোগ্যতার শর্তাবলীর কোন তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকুরী হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্য পরীক্ষার পর নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীদের নিয়োগ প্রদান করবে।
প্রকাশিত ফলাফলে কোন উল্লেখযোগ্য ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ