সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনা কর্তৃক আয়োজিত ২৩টি শূন্য পদে সরাসরি নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিম্নোক্ত পদসমূহে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে:

  • ক্রয় কর্মকর্তা: ১টি পদ
  • উপসহকারী প্রকৌশলী (উৎপাদন): ১টি পদ
  • উপসহকারী প্রকৌশলী (আইটি সেল): ১টি পদ
  • উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ১টি পদ
  • ভান্ডার সহকারী: ২টি পদ
  • প্রকর্মী (ক্যাবল টেস্টিং/ল্যাব): ২টি পদ
  • মেশিন অপারেটর: ৫টি পদ
  • জেনারেটর অপারেটর: ১টি পদ
  • প্রকর্মী (মটর গ্যারেজ): ১টি পদ (এই পদে কোনো প্রার্থী সুপারিশপ্রাপ্ত হননি)
  • সাহায্যকারী (উৎপাদন/রক্ষণাবেক্ষণ/মাননিয়ন্ত্রণ): ৮টি পদ

প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ততা সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে।

পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করার জন্য প্রার্থীদেরকে সকল শিক্ষাগত সনদপত্রের ফটোকপি (২ কপি), নাগরিকত্ব সনদপত্র (২ কপি), জাতীয় পরিচয় পত্র (২ কপি) ও পাসপোর্ট সাইজের ছবি (২ কপি) সহ আগামী ১৯-১০-২০২৫ খ্রি. তারিখের মধ্যে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ