জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কর্তৃক বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র প্রকাশ করা হয়েছে। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, আইনি পরামর্শ কর্মকর্তা (চুক্তিভিত্তিক), সীট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (১২০ জন), অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (৯৮১ জন), বেঞ্চ সহকারী (২২৯ জন), জারিকারক (৪,৯০১ জন) এবং অফিস সহায়ক (১,৪২৬ জন) পদসমূহের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষা আগামী ১৮ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে সকাল ১০.০০ টা থেকে ঢাকাস্থ সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এবং হাবীবুল্লাহ বাহার কলেজ-এ অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে এবং পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার কক্ষে মোবাইল ফোন, ঘড়ি, ইলেক্ট্রনিক ডিভাইজ, বই-পুস্তক, ক্যালকুলেটর, ব্যাগ ইত্যাদি আনা যাবে না। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদ এবং কোটার প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ