স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টেমো) কর্তৃক অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় মোট ২৪ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা অদ্য ০৬.১০.২০২৫ তারিখে বিকাল ০২:০০ ঘটিকায় টেমো, মহাখালী, ঢাকার কার্যালয়ে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদনপত্রের কপি, পরীক্ষার প্রবেশপত্র, সকল শিক্ষাগত সনদের মূল কপি, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, কোটা সংক্রান্ত সনদের মূল কপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং কম্পিউটার প্রশিক্ষণ সংক্রান্ত সনদের মূল কপি (প্রযোজ্য পদের ক্ষেত্রে) ও সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ বর্ণিত যাবতীয় কাগজপত্রের ১ সেট ১ম শ্রেণির গেজেটড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে।
পরীক্ষায় অংশ গ্রহণের জন্য প্রার্থীরা কোন প্রকার টিএ/ডিএ প্রাপ্য হবেন না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ