শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জনবল নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ০৫টি ক্যাটাগরির মোট ০৮টি শূন্য পদে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচিত পদগুলো হলো: ক্যাটালগার, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক।
সংশ্লিষ্ট প্রার্থীদের ০৯ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে (সকাল ১০:০০ টা থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত) স্ব-শরীরে পরিবহন পুল ভবন কক্ষ নং-৮০১, বাংলাদেশ সচিবালয় লিংক রোড, ঢাকায় পুলিশ ভেরিফিকেশন ফরম জমা দিতে হবে।
জমাদানের সময় ২ কপি পুলিশ ভেরিফিকেশন ফরমের সাথে মৌখিক পরীক্ষায় জমাদানকৃত সকল কাগজপত্র, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র এবং চারিত্রিক সনদপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ