বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের “সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানব সম্পদ)” পদে মোট ০৩ (তিন) জন প্রার্থীকে প্রাথমিকভাবে চূড়ান্ত নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের বরাবর শীঘ্রই ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে। নিয়োগপত্রের শর্ত অনুযায়ী, এই পদে ০১ (এক) বছরের জন্য অন-প্রবেশনে নিয়োগ প্রদান করা হয়েছে।
অন-প্রবেশনকালীন মূল বেতন হিসেবে মাসিক ৪১,৮০০/- টাকা (নির্ধারিত), বাড়ি ভাড়া বাবদ নির্ধারিত বেতনের ৪০% এবং চিকিৎসা ভাতা হিসেবে মাসিক ১,০০০/- টাকা প্রদেয় হবে। এছাড়া, ০২ (দুই) মাসের নির্ধারিত মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাস এবং প্রতি মাসে ২৫০ ইউনিট বিদ্যুতের মূল্য বিদ্যুৎ ভাতা হিসেবে প্রদান করা হবে।
অঙ্গীকারনামা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি:
নির্ধারিত তারিখে অঙ্গীকারনামা স্বাক্ষর না করলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ