গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে নিয়োগের জন্য প্রস্তুতকৃত অপেক্ষমাণ তালিকা থেকে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।
সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের লক্ষ্যে কারা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.prison.gov.bd) নির্ধারিত ফরম আপলোড করা হয়েছে। প্রার্থীদের অবশ্যই এই ফরমটি ডাউনলোড করে ০২ (দুই) সেট যথাযথভাবে পূরণ করতে হবে।
পূরণকৃত ফরম এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায়
কারা অধিদপ্তর, ঢাকা-য় উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
উপস্থিতির সময় নিম্নলিখিত কাগজপত্রসমূহ সংযুক্ত করতে হবে:
- টেলিটকের মাধ্যমে প্রেরিত আবেদনের কপি, শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
- সকল শিক্ষাগত যোগ্যতা/সাময়িক সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি- ০৩ সেট।
- সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ/প্রশংসা পত্রের মূল কপি- ০৩ কপি।
- প্রার্থীর জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধনের সত্যায়িত ছায়ালিপি- ০৩ কপি।
- জেলার স্থায়ী বাসিন্দা/জাতীয়তার প্রমাণ স্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার (যা প্রযোজ্য) এর নিকট হতে স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি- ০৩ কপি।
- প্রার্থীর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি- ০৩ কপি।
- ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি- ০৪ কপি।
- মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে প্রার্থীদের পিতা/মাতার নামে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি, সরকারী গেজেটের কপি, মুক্তিবার্তার কপি- ০৩ সেট।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের জেলা প্রশাসক/ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি- ০৩ কপি।
চূড়ান্ত নিয়োগের পূর্বে প্রার্থীর সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করা হবে। যোগ্যতায় ঘাটতি, দুর্নীতি, সনদ জালিয়াতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে সাময়িক নির্বাচন বাতিল বলে গণ্য হবে এবং প্রয়োজনে ফৌজদারী আইনে ব্যবস্থা নেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ