সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ২০২৫
পদঃ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
সেট-৭২৬৬

বিঃদ্রঃ পরীক্ষা শেষ হলেই, শুধু প্রশ্নের সমাধান দেওয়া হয়। এখানে কোন প্রকার বেআইনি কোন কাজ করা হয় না। দয়া করে অসৎ উদ্দেশ্যে কেউ আমাদের ফোন দিবেন না। 

যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ

ইমেইল করুনঃ job.aid@yahoo.com 
whatsapp-01710286369

১. "হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে"- চরণটি কার লেখা?
(ক) কাজী প্রসন্ন ঘোষ
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) জীবনানন্দ দাস
(ঘ) জসীম উদ্দীন
সঠিক উত্তরঃ (গ) জীবনানন্দ দাস

২. বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে?
(ক) লর্ড ওয়াভেল
(খ) লর্ড কর্নওয়ালিস
(গ) লর্ড ক্লাইভ
(ঘ) লর্ড বেন্টিঙ্ক
সঠিক উত্তরঃ (খ) লর্ড কর্নওয়ালিস

৩. "Stunning" is a synonym of -
(ক) Behaviour
(খ) Cunning
(গ) Beautiful
(ঘ) Love
সঠিক উত্তরঃ (গ) Beautiful

৪. Which word is correctly spelt?
(ক) Miscelenous
(খ) Miscellaneous
(গ) Miscellenous
(ঘ) Misceleneous
সঠিক উত্তরঃ (খ) Miscellaneous

৫. দুটি সংখ্যার যোগফল ৮ ও অনুপাত ৩:১ হলে তাদের গুণফল কত?
(ক) ৮
(খ) ১২
(গ) ২৪
(ঘ) ৬
সঠিক উত্তরঃ (খ) ১২

৬. বাংলা ভাষায় মৌলিক অংশ কয়টি?
(ক) ৩ টি
(খ) ২ টি
(গ) ৫ টি
(ঘ) ৪ টি
সঠিক উত্তরঃ (ঘ) ৪ টি [প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমন: ১. ধ্বনি (Sound) ২. শব্দ (Word ) ৩. বাক্য ( Sentence ) ৪. অর্থ (Meaning)]  

৭. বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবক কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) প্রমথ চৌধুরী
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তরঃ (খ) প্রমথ চৌধুরী

৮. "By all means" means-
(ক) Meaningless
(খ) Meaningful
(গ) Certainly
(ঘ) Uncertainly
সঠিক উত্তরঃ (গ) Certainly

৯. নিচের যুগল শব্দের কোনটি সঠিক?
(ক) আষাড়, ভুষণ
(খ) দুর্নীতি, মুমূর্ষু
(গ) পুরস্কার, আবিষ্কার
(ঘ) লবন, ভীষন
সঠিক উত্তরঃ (খ) দুর্নীতি, মুমূর্ষু

১০. শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে?

(ক) আঞ্চলিক ভাষা

(খ) উপরের সবগুলো

(গ) মাতৃভাষা

(ঘ) প্রথম ভাষা

সঠিক উত্তরঃ (খ) উপরের সবগুলো