বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের “সহকারী পরিচালক” (৯ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মোট ৩০৯ জন প্রার্থী অংশগ্রহণ করবেন।
পরীক্ষার তারিখ ও সময়:
পরীক্ষার বিষয় ও নম্বর: ৪ ঘন্টা ব্যাপী ২০০ নম্বরের (বাংলা-৫০, ইংরেজি-৫০, সাধারণ জ্ঞান-৪০ এবং গণিত ও মানসিক দক্ষতা-৬০) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্রসমূহ:
প্রবেশপত্র সংক্রান্ত: প্রার্থীগণকে স্ব স্ব প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে/নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট (bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিঃ এর (bpsc.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
গুরুত্বপূর্ণ নির্দেশনা: পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট পূর্বে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ইলেকট্রনিক ঘড়ি, ব্যাংক কার্ড, অলংকারাদি বা কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সাইন্টিফিক ক্যালকুলেটর বা এ জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ