বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন সমবায় অধিদপ্তরের “ফিজিক্যাল ইনস্থবীকটর-কাম-প্রটোকল অফিসার (একাডেমী)” [১০ম গ্রেড] পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
উক্ত পদের জন্য গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে ০১ (এক) জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
মনোনীত প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে প্রদত্ত সকল তথ্য, ডকুমেন্টস এবং সনদ নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যাচাই-বাছাই করা হবে। সকল সনদ ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
কোনো যোগ্যতার ঘাটতি, দুর্নীতি, সনদ জালিয়াতি বা অসত্য তথ্য প্রমাণিত হলে সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় মনোনীত প্রার্থীর নিয়োগ প্রদান করবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ