সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (১০ম গ্রেড) পদে বিভাগীয় কোটায় নিয়োগের জন্য আয়োজিত বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। গত ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।

লিখিত পরীক্ষার বিবরণ:

  • লিখিত পরীক্ষা হবে মোট ২০০ নম্বরের।
  • বিষয়সমূহ: বাংলা-৫০, ইংরেজি-৫০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)-৪০, গণিত ও মানসিক দক্ষতা-৬০।
  • লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (bpsc.gov.bd) প্রকাশ করা হবে।

ডকুমেন্ট জমা দেওয়ার প্রক্রিয়া ও সময়সীমা:

বাছাই পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদেরকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে মূল আবেদনপত্র (Form 5 - Application Copies) ডাউনলোড করে নিম্নলিখিত কাগজপত্র/তথ্যাদিসহ ১২ অক্টোবর ২০২৫ থেকে ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে (অফিস চলাকালীন) বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় হাতে হাতে জমা দিতে হবে:

  • নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের (যোগদানের তারিখসহ) সত্যায়িত কপি (বিভাগীয় প্রার্থীদের জন্য)।
  • শিক্ষাগত যোগ্যতার সকল সনদের (স্নাতকোত্তর/স্নাতক/বিএসসি/এইচএসসি/এসএসসি বা সমমানের) সত্যায়িত ফটোকপি। (চার বছর মেয়াদী স্নাতক/সম্মান ডিগ্রিধারীদের ক্ষেত্রে ৪ বছর মেয়াদের প্রত্যয়নপত্র আবশ্যক)।
  • বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি।
  • স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্রের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
  • জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত কপি।
  • Form 5 (Application Copies) - ০২ (দুই) কপি।
  • বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারীদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি।

নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে ব্যর্থ হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ