সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের ৯টি ক্যাটাগরির পদে সংরক্ষিত প্যানেল/অপেক্ষমাণ মেধা তালিকা থেকে প্রার্থী মনোনয়ন প্রদান করেছে

মনোনীত পদসমূহ এবং প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:

০১. ইনস্ট্রাক্টর (টেক/কম্পিউটার): ৪ জন
০২. ইনস্ট্রাক্টর (টেক/এনভায়রনমেন্টাল): ১ জন
০৩. ইনস্ট্রাক্টর (টেক/ফুড): ২ জন
০৪. ইনস্ট্রাক্টর (টেক/ইলেকট্রোমেডিক্যাল): ৪ জন
০৫. ইনস্ট্রাক্টর (টেক/আর্কিটেকচার এন্ড ইনটেরিয়র ডিজাইন): ৫ জন
০৬. ইনস্ট্রাক্টর (টেক/মেকাট্রনিক্স): ২ জন
০৭. ইনস্ট্রাক্টর (টেক/ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট): ২ জন
০৮. ওয়ার্কসপ সুপার (কন্সট্রাকশন): ১ জন
০৯. ইনস্ট্রাক্টর (টেক/এ্যাপারেল ম্যানুফেকচারিং বেসিকস): ৫ জন

কমিশন কর্তৃক এই মনোনয়ন সাময়িক। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীর সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্র যাচাইপূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। কোনো ভুলত্রুটি, যোগ্যতার ঘাটতি, দুর্নীতি বা জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় মনোনীত প্রার্থীদের নিয়োগ দেবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ