ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর অফিস-এর শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম: প্রকৌশলী (সিভিল) এবং প্রকৌশলী (বিদ্যুৎ)।
পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর অফিস-এর শূন্য পদ পূরণের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, গ্রেড-৯)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রকৌশলী (সিভিল) পদের জন্য: ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫ অথবা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.০০ সহ ৪ বছর মেয়াদী বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
- প্রকৌশলী (বিদ্যুৎ) পদের জন্য: ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫ অথবা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.০০ সহ ৪ বছর মেয়াদী বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর হতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া:
- রেজিস্ট্রারের অফিসে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে (৫০/- টাকা মূল্যে) আবেদন করতে হবে।
- রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
- সকল সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮ (আট) প্রস্ত দরখাস্ত দাখিল করতে হবে।
- চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য যোগ্যতার সনদসমূহ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ০৭ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রারের (২০৩ নং কক্ষে) নিকট দরখাস্ত পৌঁছাতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ