ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রাথমিক বাছাই (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১২-০৯-২০২৫ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১২২৪ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত পদের বিবরণ:
নির্বাচিত প্রার্থীগণ কেবল লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষার সময়সূচী ও স্থান যথাসময়ে অধিদপ্তরের ওয়েবসাইট, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
কর্তৃপক্ষ প্রকাশিত ফলাফলের যে কোনো পর্যায়ে ভুল-ভ্রান্তি সংশোধন বা প্রয়োজন অনুযায়ী ফলাফল বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। এছাড়াও, কোনো প্রার্থী কর্তৃক ভুল বা অসত্য তথ্য প্রদান করা হলে বা তথ্য গোপন করা হয়েছে প্রমাণিত হলে তার ফলাফল বাতিল হতে পারে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ