বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর নির্মাণাধীন ৩৪ টি বাফার গুদামের নির্মাণোত্তর পরিচালনার জন্য ০৯ ও ১০ম গ্রেডের কর্মকর্তা নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ০৩/০৩/২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ০১/০৮/২০২৫ তারিখে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা নিম্নরূপ:
- সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ৬২ জন
- হিসাব কর্মকর্তা: ৪৮ জন
- সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): ৪৫ জন
- সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১১৫ জন
- সহকারী হিসাব কর্মকর্তা: ১২৫ জন
- সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ১২২ জন
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের ২৫/০৯/২০২৫ তারিখ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্র ২ (দুই) সেট জমা দিতে হবে:
- সরকার কর্তৃক নির্ধারিত চাকুরির আবেদন ফরমের অনুরূপ পূরণকৃত তথ্য ফরম
- অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের প্রিন্ট কপি
- প্রবেশপত্র (লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে)
- আবেদনে উল্লিখিত সকল সনদ/দলিলাদি
- সদ্যতোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ছবি
- নিজ জেলার পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- চারিত্রিক সনদপত্র
- অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- ছবিসহ সকল ডকুমেন্ট প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
- কাগজপত্র জমা দেওয়ার স্থান: সংস্থার প্রধান কার্যালয়ের নিয়োগ ও প্রশিক্ষণ উপ-বিভাগ, বিসিআইসি ভবন, ৩০-৩১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
- জমা দেওয়ার পদ্ধতি: সরাসরি বা বাংলাদেশ ডাক বিভাগের রেজিস্ট্রিকৃত ডাকযোগে (কুরিয়ার সার্ভিসে প্রেরিত কাগজপত্র গ্রহণ করা হবে না)।
- বিদেশ থেকে ডিগ্রি অর্জনকারীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/শিক্ষা মন্ত্রণালয় হতে ইকুইভ্যালেন্স সংক্রান্ত যথাযথ প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি অবশ্যই দাখিল করতে হবে।
- সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি)/অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
- মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিসিআইসির ওয়েবসাইট (bcic.gov.bd) এ প্রকাশ করা হবে।
- মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ