তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের “উপসহকারী প্রকৌশলী” (১০ম গ্রেড) পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ৭৭ জন প্রার্থীর লিখিত পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি ও নির্দেশাবলি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন।
পরীক্ষার বিস্তারিত তথ্য:
- পদের নাম: উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড)
- লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ৭৭ জন
- পরীক্ষার তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার)
- সময়: দুপুর ১২:৩০টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত (মোট ৪ ঘণ্টা)
- পরীক্ষা কেন্দ্র:
- সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও, ঢাকা
- তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা
গুরুত্বপূর্ণ নির্দেশাবলি:
- প্রার্থীদের বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট (bpsc.gov.bd) অথবা টেলিটক ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
- উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করা যাবে না।
- পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস এবং যেকোনো ধরনের নিষিদ্ধ সামগ্রী আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
- লিখিত পরীক্ষা মোট ২০০ নম্বরের ৪টি বিষয়ে অনুষ্ঠিত হবে: বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং টেকনিক্যাল (ইলেকট্রিক্যাল/ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং)-৮০।
- সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
- প্রতিবন্ধী পরীক্ষার্থীদের শ্রুতিলেখকের প্রয়োজনে ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ