সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ রেলওয়ের “পয়েন্টসম্যান” পদে ১ম ধাপের অপেক্ষমান তালিকা (waiting list) থেকে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

১৮/০৬/২০২১ তারিখে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফলাফল বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (www.railway.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড (http://railway.teletalk.com.bd) এর ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীদের মোবাইলে মেসেজের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।

সামগ্রিকভাবে যোগ্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, প্রয়োজনীয় ডকুমেন্টস/সনদ/প্রত্যয়ণ উপস্থাপন না করলে, প্রতারণার আশ্রয় নিলে, কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে, প্রয়োজনীয় তথ্য গোপন করলে, কোনো জাল সার্টিফিকেট উপস্থাপন করলে, বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ টেম্পারিং বা পরিবর্তন করলে বা আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী উক্ত প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে; এমনকি সার্ভিসে নিয়োগের পর এরুপ কোনো তথ্য প্রকাশ ও তা প্রমাণিত হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ