বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩য় (১৩-১৬তম গ্রেড) ও ৪র্থ (১৭-২০তম গ্রেড) শ্রেণির কর্মচারী নিয়োগ-২০২৫-এর জন্য গত ১০/০৮/২০২৫ খ্রি. হতে ১৪/০৮/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত অনুষ্ঠিত ৩১টি ক্যাটাগরির ব্যাবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সুপারিশকৃত প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
সুপারিশকৃত পদসমূহ ও পদসংখ্যা নিম্নরূপ:
- সীট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর: ০১ জন
- সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: কোনো যোগ্য প্রার্থী না পাওয়ায় সুপারিশ করা হয়নি।
- থান/উপজেলা প্রশিক্ষক: ২৫ জন
- উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা: ৮৯ জন
- পেস্টিং সহকারী: ০১ জন
- প্রুফ রিডার: ০১ জন
- অফিস সহকারী: ০২ জন
- সিইউইং, নিটিং এন্ড স্টিচিং ইন্সট্রাক্টর: ০২ জন
- আউট বোর্ড মটর ড্রাইভার: ০৭ জন
- ইলেকট্রিশিয়ান: ০১ জন
- বুট মেকার: ০২ জন
- ক্রমিক নং ১২-এর অধীন পদ (পদনাম উল্লেখ নেই): ৭৪ জন
- সিগন্যাল অপারেটর: ০৯ জন
- মেসন: ০২ জন
- সূত্রধর: ০১ জন
- পেইন্টার: ০১ জন
- ক্রমিক নং ১৭-এর অধীন পদ (পদনাম উল্লেখ নেই): ১১ জন
- ক্রমিক নং ১৮-এর অধীন পদ (পদনাম উল্লেখ নেই): ০৫ জন
- এমুনিশন (এনসিও) (নন-কমিশন কর্মকর্তা): কোনো যোগ্য প্রার্থী না পাওয়ায় সুপারিশ করা হয়নি। তবে একই ক্রমিকের অধীন অন্যান্য পদ: ০৩ জন
- ব্যান্ডসৃ ম্যান: ৪০ জন
- মহিলা ব্যান্ড: ১৮ জন
- টেন্ডল: ০৩ জন
- এনসিও/ব্যারাক: ০২ জন
- লস্কর: ০১ জন
- অয়েলম্যান: ০২ জন
- মালী: ০৪ জন
- বাবুচি: ১০ জন
- পরিচ্ছন্নতা কর্মী: ০২ জন
- ক্রমিক নং ৩০-এর অধীন পদ (পদনাম উল্লেখ নেই): ০৪ জন
- অফিস সহায়ক: ২৬ জন
সুপারিশপ্রাপ্ত কর্মচারীদের আগামী ১১/০৯/২০২৫ খ্রি. তারিখ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর-এ উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সুপারিশকৃত প্রার্থীদের জন্য অন্যান্য নির্দেশনাবলি পরবর্তীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব ওয়েবসাইটে (ansarvdp.gov.bd) প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ