সিভিল সার্জন অফিস, ঢাকা ও তাঁর নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে সুপারিশকৃত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৬তম গ্রেডের স্বাস্থ্য সহকারী পদে মোট ০২ (দুই) জন প্রার্থীকে ডিপিসি কর্তৃক চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। এই সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.০২০.২৪-২১৭, তারিখঃ- ২৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ মোতাবেক করা হয়েছে।
সুপারিশকৃত প্রার্থীদেরকে মোবাইল ফোন কল, এসএমএস, ই-মেইল (প্রযোজ্য ক্ষেত্রে)-এর মাধ্যমে তাৎক্ষণিক অবহিত করার পাশাপাশি তাদের স্থায়ী ঠিকানায় রেজিষ্ট্রিপত্রযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে। এই আদেশ সিভিল সার্জন কার্যালয়ের নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ