বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এর 'এ্যাসিসটেন্ট ট্রেনার' (১১তম গ্রেড) এবং 'নার্স মিডওয়াইফ' (১২তম গ্রেড) পদের লিখিত পরীক্ষার প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে।
পূর্বের বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় জানানো হচ্ছে যে, যেসব প্রার্থী এ্যাসিসটেন্ট ট্রেনার ও নার্স মিডওয়াইফ উভয় পদে আবেদন করেছেন, তারা যেকোনো একটি পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
যদি কোনো প্রার্থী একটি পদের পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে একই নিয়োগযোগ্যতায় আবেদনকৃত অন্য পদেও তিনি উত্তীর্ণ হয়েছেন মর্মে বিবেচিত হবেন।
পরীক্ষার্থীকে অবশ্যই যে পদের পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, সেই পদের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
এই লিখিত পরীক্ষা ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: তারিখে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ